স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

আর্থিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ‘সম্পৃক্ততা নিশ্চিত’ করতে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে ‘নিকটবর্তী’ অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং চালু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, কোন শাখা কোন স্কুলে এ সেবা চালু করবে, সে সিদ্ধান্ত ব্যাংকগুলোকে নিতে হবে।

এতে আরও বলা হয়, প্রতিটি তফসিলি ব্যাংক শাখাকে তাদের নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং সেবা চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা সরাসরি সেই ব্যাংক শাখা থেকে সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে অধিক্রমণ (ওভারল্যাপিং) দূর করতে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, হিসাব খোলা ও পরিচালনা, আর্থিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনাসমূহ যথাযথ পরিপালন করতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার তথ্য দিয়ে সার্কুলারে বলা হয়, প্রতিটি জেলা ও উপজেলার স্কুল ব্যাংকিং বিষয়ে সংশ্লিষ্ট শাখাকে তিন মাস পর পর কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh