সাউথাম্পটন আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় যুক্তরাজ্যের সাউথাম্পটন সিটিতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,দোয়া ও আলোচনা সভা করা হয়।

সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় সাউদাম্পটন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোসাব্বির প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু ছিলেন বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চুড়ান্ত প্রেরণা এবং বঙ্গবন্ধু কেবল সর্বশ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি ছিলেন বাঙালির মু্ক্তির দূত এবং রাজনীতির এক মহাকবি।

প্রধান বক্তা সাউদাম্পটন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগলুল করিম কোরেশী বলেন, “দেশ বিভাগের আগে থেকেই বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিসত্তার ভিত্তিতে বাঙ্গালি জাতির জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

বিশেষ অতিথি সাউদাম্পটন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তরফদার জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন লাহোর প্রস্তাবে ধর্ম-ভিত্তিক রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা দেয়া হয়েছিলো তার মাধ্যমে বাঙ্গালি জাতির মুক্তি ও উন্নতি সম্ভব নয়। তাই তিনি দীর্ঘ ও আপোষহীন সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে বিশ্বে বাঙ্গালি জাতিকে একটি স্বাধীন জাতি ও বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।আরো বক্তব্য রাখেন সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী,সভায় উপস্থিত ছিলেন
মোঃ মিনহাজ মোর্শেদ, সোমেলুর রহমান সোমেল, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাদমান আহমেদ প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...