সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে জরিপ করতে চায় ঐকমত্য কমিশন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত জানতে একটি জরিপ কাজ পরিচালনার কথা ভাবছে জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে আলোচনাকালে একথা বলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক রীয়াজ বলেন, “কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে ৷ তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ শুরু করার বিবেচনা করা হচ্ছে৷ খুব শীঘ্রই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে”।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে।

রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন।

সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

অধ্যাপক রীয়াজ বলেন, “শুধুমাত্র কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয়, এমন ঐকমত্য গড়ে তুলতে হবে- তা যেন প্রকৃতপক্ষেই জাতীয় হয়ে উঠে”।

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিয়ে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...