সব
স্বদেশ বিদেশ ডট কম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।
সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এমন অপরাধে জড়াবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ‘চিকেনস নেক’ ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের শঙ্কা নেই।
থানা পরিদর্শনের সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03