সব
স্বদেশ বিদেশ ডট কম
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এই নতুন নামের ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, “এবার নববর্ষ উদযাপনে একমুখী সংস্কৃতির পরিবর্তে অংশগ্রহণমূলক ও সমন্বিত সাংস্কৃতিক অভিব্যক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য—সবার জন্য উন্মুক্ত, বৈচিত্র্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চা।”
এই পরিবর্তনকে নববর্ষ উদযাপনের একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা সময়ের সাথে সংস্কৃতির বহুমাত্রিকতা তুলে ধরার প্রয়াস।
Developed by:
Helpline : +88 01712 88 65 03