৫০ হাজার কোটি টাকা বৈদেশিক দায় শোধ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দাবি করেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করা হয়েছে। বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকার ১৫ বছরে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে, এবং আমরা এখন সেগুলো পুনর্গঠন করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে এবং ইতোমধ্যে কিছুটা সাফল্য অর্জিত হয়েছে। মূল্যস্ফীতি কমানোর বিষয়েও প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং আশা করা হচ্ছে যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দেশের খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, খাদ্য মজুত বর্তমানে প্রয়োজনের চেয়ে বেশি। বিশেষত, বোরো ধানের ফলন ভালো হওয়ায় দেশের খাদ্য মজুত আরও শক্তিশালী হয়েছে।

শেখ বশিরউদ্দীন উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। এই বিষয়ে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল শীঘ্রই যুক্তরাষ্ট্রে যাবে এবং আশা করা হচ্ছে যে, তারা একটি সন্তোষজনক সমাধান পাবে।

এ সভায় সভাপতিত্ব করেন ফসিহ উদ্দিন মাহতাব, এবং মাসউদুল হকের পরিচালনায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...