গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র গীষ্মকালীন ভ্রমণ ১৩ জুলাই’২৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ


গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র যৌথ সভা সোমবার (১২ মে) পূর্ব লন্ডনের পিউর চা’ই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সহ সভাপতি মাওলানা শওকত আলী।

গত ২১ শে এপ্রিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা, গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৪/২৫ প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সংগঠনের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় আগামী ১৩ জুলাই ২০২৫, রোববার সংগঠনের পক্ষ থেকে সামার ট্রিপের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু তাহের, আব্দুল বারী নাছির, সহ সভাপতি মাওলানা শওকত আলী, হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী একলিম, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য আব্দুল আহাদ কয়েছ, বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্য আব্দুল আজিজ ফারুক, আব্দুল কাদির, সালেহ আহমদ, ইসি সদস্য মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...