লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহীনের মাতৃবিয়োগ : ক্লাব নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মে ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ঈমান চ্যানেলের মোশন গ্রাফিক্স ডিজাইনার জহিরুল ইসলাম শাহীনের মাতা আয়েশা বেগমের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, আয়েশা বেগম ১৯ মে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে খাগড়াছড়িতে বড় মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর । তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০ মে মঙ্গলবার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মায়ের রুহে মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জহিরুল ইসলাম শাহীন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...