প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির একাধিক সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন, তবে সুনির্দিষ্ট করে বলা যাবে না, ঠিক কোন বিষয়ে আলোচনা করেছেন। আমাদের দলীয় ফোরামের মিটিংয়ে হয়তো তিনি দলকে বিষয়টি নিয়ে অবগত করবেন।

এনসিপি সূত্রে জানা যায়, যমুনায় রাত ৮টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া উপদেষ্টা মাহফুজ ইসলামও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...