সব
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল। এই হামলাকে বিশ্ববাসীর জন্য ‘আনন্দদায়ক’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন খামেনি। ভিডিওর শুরুতে দেখানো হয় গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার দৃশ্য। পরবর্তীতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে ধ্বংসযজ্ঞ এবং বিভিন্ন দেশে মানুষের উল্লাসের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়: “এমন ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে।”
এদিকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ইরানের প্রতি প্রকাশ্য সমর্থনের ঘোষণা দিয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন, তা কেবল ইরানের বিরুদ্ধে নয়—সমগ্র অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন।”
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হোয়াইট হাউজ জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03