সব
স্বদেশ বিদেশ ডট কম
গল টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় জোড়া সেঞ্চুরি। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন তিনি। তবে তার এই নজিরের পাশাপাশি গড়ে গেছে আরেকটি উল্লেখযোগ্য ইতিহাস, সেটিও জোড়া সেঞ্চুরির—তবে জুটিতে।
এই ম্যাচে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসেই শতরানের জুটি গড়েছেন। প্রথম ইনিংসে তাঁদের জুটি ছিল ২৬৪ রানের, দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে একই ম্যাচে একই জুটির দুই ইনিংসেই সেঞ্চুরি জুটি গড়ার ঘটনা এই প্রথম।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত মোট সেঞ্চুরি জুটি হয়েছে ১০৬টি। এর মধ্যে একটি ম্যাচে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি জুটির নজির ছয়বার দেখা গেছে। এবার গল টেস্টেই তিনটি সেঞ্চুরি জুটি এসেছে—দুটি মুশফিক-নাজমুলের এবং একটি প্রথম ইনিংসে মুশফিক-লিটনের।
টেস্ট ক্রিকেটে জুটিতে জোড়া সেঞ্চুরির নজির আছে মাত্র ৫১টি। সবচেয়ে আগে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনিং জুটি জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ। ১৯২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ ও দ্বিতীয় ইনিংসে ১১০ রানের জুটি গড়েছিলেন তাঁরা।
সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী জুটি জ্যাক হবস-হার্বার্ট সাটক্লিফ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত
ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি জুটি দুইবার করে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি জুটি গড়েছে। প্রথমটি ইংল্যান্ডের লেন হাটন ও সিরিল ওয়াশব্রুক (১৯৪৭ ও ১৯৪৮), দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স (২০০৮ ও ২০১০)।
মুশফিক-নাজমুল জুটি এবার যে নজির গড়লেন, তা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি গর্বের অধ্যায়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা কি পারবেন হাটন-ওয়াশব্রুক কিংবা ডি ভিলিয়ার্স-ক্যালিসদের কীর্তির সমকক্ষ হতে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03