সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।
শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে ২৩৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২.৫১ শতাংশ।
ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে এবং এখানেই সর্বোচ্চ ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার, ময়মনসিংহ ও দিনাজপুরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ। আর ২০২০ সালে প্রথম শনাক্তের পর থেকে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03