সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের মতো চীনের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ আগস্ট) তিনি বলেন, রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর যেভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, ঠিক তেমনই চীনের ওপরও শুল্ক আসতে পারে।
চীনের ওপর নতুন শুল্ক দেওয়া হবে কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গেও এটি করেছি। আমরা সম্ভবত আরও কয়েকটির সঙ্গে এটি করছি। তাদের মধ্যে একটি চীন থাকতে পারে।’
এর আগে বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পূর্বে ঘোষিত ২৫ শতাংশসহ ভারতের ওপর মোট শুল্ক এখন দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
তবে হোয়াইট হাউসের সাম্প্রতিক আদেশে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। যদিও চীনও রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা।
এদিকে, গত সপ্তাহে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনকে সতর্ক করে বলেন, যদি রাশিয়ান তেল কেনা অব্যাহত থাকে, তাহলে চীনকেও নতুন শুল্কের মুখোমুখি হতে হতে পারে।