লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’–এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেপ্তার হয়েছেন।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। তারা এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে নির্মমভাবে দমন করেছে এবং ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে থাকায় অনেকে নির্বিচারে গ্রেপ্তার হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এসময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। তারা আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছেন এবং গালিগালাজ সহ্য করতে হয়েছে তাদের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh