ব্রিটেনের হাউজ অব কমন্সে আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ

সংগঠনের কার্যক্রমের প্রশংসায় মুখর অতিথিবৃন্দ

ব্রিটেনের হাউজ অব কমন্সে আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইংল্যান্ড, ওয়েলস ও বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে চ্যারিটি কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত অতিথিরা সংগঠনটির ব্যাপক প্রশংসা করেন।

গত ১৬ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক রহমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের পপলার ও লাইম হাউস আসনের এমপি আপসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আকবর হোসেন এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব।

ইভেন্ট অর্গানাইজার তামান্না মিয়ার সঞ্চালনা ও মনির খানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মো. আয়াস মিয়া, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবির, কমিউনিটি নেতা শাহ মুনিম, কবি আসমা মতিন, প্রফেসর মিসবাহ কামাল, উপস্থাপক মিসবাহ জামালসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

বক্তারা তাদের বক্তব্যে আর এ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এগুলো অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথি এমপি আপসানা বেগম বলেন, “এ সংগঠনের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।” বিশেষ অতিথি স্পিকার সুলুক আহমদ প্রতিশ্রুতি দেন, সংগঠনটির কাজের পরিধি বিস্তারে তিনি পাশে থাকবেন। মিনিস্টার (প্রেস) আকবর হোসেন বলেন, “আর এ ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” শিল্পী শুভ্র দেবও সংগঠনের প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সহযোগীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ভিডিও প্রদর্শন ছাড়াও ছিল কবিতা, গান ও ডকুমেন্টারি। শুভ্র দেব সঙ্গীত পরিবেশন করেন এবং কবি আসমা মতিনসহ কয়েকজন আবৃত্তি করেন। বিশেষভাবে প্রদর্শিত হয় সাংবাদিক রহমত আলীর লেখা এমপি আপসানা বেগমকে উৎসর্গকৃত “প্রতিবাদি কণ্ঠ” কবিতার ভিডিও, যা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সেলিনা জাহান।

উল্লেখ্য, এমপি আপসানা বেগমের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো হাউজ অব কমন্সে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করল আর এ ফাউন্ডেশন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বন্যাদুর্গতসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিরাশ্রয়দের জন্য ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদ সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারির সময়ও তারা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh