সব
স্বদেশ বিদেশ ডট কম

তেহরানে চালানো এক হামলায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলি শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শাদমানি ছিলেন ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান এবং ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের একজন।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, শাদমানি শুধু গুরুত্বপূর্ণ সামরিক পদেই ছিলেন না, বরং খামেনির সরাসরি আস্থাভাজন হিসেবেও পরিচিত ছিলেন।
তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গত শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক কমান্ডার গোলাম আলি রশিদ। তার মৃত্যুর পরই আলি শাদমানিকে ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
আপনি চাইলে এর নিচে সামারি, কিওয়ার্ড ও ট্যাগ ফরম্যাটে দিয়ে দিতে পারি। জানালে সঙ্গে সঙ্গে করে দিচ্ছি।