আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি-প্রক্টরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ২:৪০ অপরাহ্ণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ বাচ্চু, সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

এর আগে, একইদিন সকালে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে মোট ৩০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ইতোমধ্যে কারাগারে আছেন চারজন আসামি—পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। বাকিদের নামে আজই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আবু সাঈদের পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। তদন্ত শেষে প্রসিকিউশনের হাতে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ উঠে আসে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh