উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ৬:২২ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিক্ষার্থীসহ আরও শতাধিক মানুষ।

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং গণমাধ্যমকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন।

এ দুর্ঘটনায় পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh