এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

পরিশোধ করা অর্থের মধ্যে আসল ছিল ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং সুদ বাবদ পরিশোধ হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ডলার।

অন্যদিকে, ওই অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণ পেয়েছে ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে ঋণ প্রতিশ্রুতি ছিল ৮ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ কম।

ইআরডি জানিয়েছে, বৈদেশিক সহায়তা হ্রাস পাওয়ায় দেশের অর্থনীতিতে বাড়ছে চাপ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh