২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১:৫২ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনের সরঞ্জাম সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য মাঠ কার্যালয়ের গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের বরাদ্দের চাহিদাও জানাতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এসব কেনাকাটা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিয়েছে কমিশন। এ উদ্দেশ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়ার মতো লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি সচিব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh