বৃহস্পতিবার প্রকাশ হতে পারে নির্বাচনি রোডম্যাপ : ইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোডম্যাপ কবে ঘোষণা করবেন- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।’

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, ‘কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে।’

ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কমিশন। ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়সহ ২৪ ধরণের বিষয় রোডম্যাপে স্থান পাবে।

এছাড়া এসব কাজ কবে শেষ হবে না হবে, সেগুলোর একটি নির্ধারিত তারিখও রোডম্যাপে থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh