সব
স্বদেশ বিদেশ ডট কম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় এবার টাকার সঙ্গে পাওয়া গেছে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিরকুট। দীর্ঘ ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্স থেকে উঠে এসেছে ৩২ বস্তা টাকা।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে শুরু হয় দানবাক্স খোলার কার্যক্রম। এতে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।
চিরকুটে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”
প্রথা অনুযায়ী প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে। দীর্ঘ সময় পর খোলায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়। সকাল ৭টা থেকে গণনা শুরু হয়।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল, যা ছিল রেকর্ড।
আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।