আগে গণভোট, না হলে কোন মূল্য নেই : লন্ডনে জামায়াত আমীর ডাঃ শফিক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছেনা, জামায়াত যা করতে পারবে তাই বলছে। আমরা জনগণের নৈতিক আশা-আকাঙ্খার বাহিরে কোনো কিছু কল্পনাও করি না।দুর্নীতি দেশে ভয়ানক সমস্যা উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।এবং সেটি কাজে প্রমান করে দেয়া হবে। প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির বোরো চালিকা শক্তি।প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না।প্রবাসীরা যাতে তাদের ভোটার অধিকার পান এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার।পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদের প্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ে আমরা জোরালো ভাবে কথা বলেছি।তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির ভীত মজবুত হয়,তাদের ভোটের বাহিরে রাখার কোনো সুযোগ নেই।

ডা: শফিকুর রহমান শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জামায়াত আমীর গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষকে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন সেগুলো ভয়ানক মানবাধিকার লঙ্গন ছিল। এটা সেনাবাহিনীর লোকেরা নাকি অন্য কেউ করলো সেটা ম্যাটার করেনা । যা হয়েছে সেগুলো আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী । এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি।

ডা: শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের সাথে এক চা চক্রে বক্তব্য রাখছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন,ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ,সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়র সাংবাদিক আকবর হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক অননলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসা করতে পারেন জামায়াতে ইসলামী দেশের মানুষকে এ টুকু আস্বস্ত করে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী দেশে ব্যবসায়ীদের ক্ষতি হবে এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না। জামায়াত ইসলামী দেশে বিনিয়োগের এমন পরিবেশ তৈরী করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজের জন্য একপয়সাও কাউকে অন্যায় ভাবে দিতে হবে না।

ডাঃ শফিক বলেন, আমরা চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হোক।বিদেশিরা দেশে এসে খুলে মনে বিনিয়োগ করুক এবং সেই সাথে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাও তাদের বিনিয়োগ করে সম্মানের সাথে ব্যবসা করুন।ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর উপস্থাপনায় ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর প্রেসিডেন্ট রফিক হায়দার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা, ক্যাপ্টেন কিবরিয়া, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মুহাম্মদ জুবায়ের, শাহ শেরওয়ান কামালী, আব্দুল কালাম আজাদ, মুসাদ্দিক আহমেদ, টিপু চৌধুরী, ব্যারিস্টার খালেদ সাইফ উদ্দিন, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ব্যারিস্টার আবু সাদাত মোঃ সুহেল, গিয়াস আহমেদ রানা, জাহাঙ্গীর হক, ব্যারিস্টার জহির আহমেদ, আব্দুল ওদুদ দীপক, মিজু চৌধুরী, মনসুর আহমেদ শাওন, আবুল কালাম, আবুল বাশার, নাজমুল হাসান,কামরুল হুদা আজাদ, মহিন মজুমদার, শেখ মাহবুব হোসেন, সালেহ আহমেদ, আব্দুল বাছিত, শাহনুর আলি, ফয়সল আহমেদ প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh