যুক্তরাষ্ট্র জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ই নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উদযাপন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসদের সংগ্রামী সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরে আলম জিকু।
প্রধান অতিথি ছিলেন এককালীন সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আজাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র লীগের প্রাক্তন সভাপতি ও সংগ্রামী জাসদ নেতা বিশিষ্ট সমাজসেবী মুহিবুর রহমান এবং গোলাপগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ সাদিকুর রহমান সাদিক মাস্টার। সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সহ সভাপতি শাহান খান, সহ সভাপতি শহীদুল ইসলাম, সহ সভাপতি শাহনুর কোরেশী ও যুক্তরাস্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল লিটন। এছাড়া উপস্থিতির মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন । সর্ব জনাব সৈয়দ আসলাম হোসেন, সাদিকুর রহমান, মোঃ মাহমুদুর রহমান, কামাল আহমদ, রুহেল আলম, কামরুল হাছান, আবু তাহের সিদ্দিক (নিপু), আমিনুল হক ও শাহিন আজমল প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান, কর্নেল তাহের সহ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং প্রয়াত জাসদ নেতৃবৃন্দ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, প্রফেসর ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধবিরোধী মৌলবাদী জামায়াত ও তাদের দোসররা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭২ সালের সংবিধানের পরিপন্থী। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ দেশে বিদেশে ঐক্যবদ্ধ ভাবে এসব অপকর্ম প্রতিহত করবেই।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে “জাকার্তা মেথড” অনুসরণ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ১৪ দলীয় জোটের নেতা-কর্মী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের উপর হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে — যা মানবাধিকার ও ন্যায়বিচারের চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল কাইউম, এবং জাতীয় নেতা রাশেদ খান মেননসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানান।

সভায় চলমান মুক্তিযুদ্ধের অর্জন পূর্ণরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের রাজনৈতিক দলের নেতা কর্মীদের দমন নিপীড়ন এর বিরুদ্ধে সতর্ক করে প্রশাসনকে সংযত আচরণের আহ্বান জানানো হয়। বক্তারা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে অতি দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh