শাবির প্রথম নারী কোষাধ্যক্ষ হলেন আমিনা পারভীন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক আমিনা পারভীন শাবির ৬ষ্ঠ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শাবিপ্রবি আইন, ১৯৮৭ এর ১৪ (১) ধারা অনুযায়ী সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে আগামী ৪ বছরের জন্য শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো। কোষাধ্যক্ষ হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পদসংশ্লিষ্ট দায়িত্ব তিনি পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

অধ্যাপক আমিনা পারভীন বর্তমানে শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং সমাজকর্ম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...