যুক্তরাজ্যে প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাংলা সংলাপ পত্রিকা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যে মেইনস্ট্রিম মিডিয়ায় বিশেষ অবদানের জন্য ‘বেস্ট বাইলেঙ্গুয়েল নিউজ পেপার অব দ্য ইয়ার’ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে ব্রিটিশ-বাঙালি মালিকানাধীন বাংলা সংলাপ পত্রিকা।

সোমবার (২৮ আগস্ট) অপরাহ্নে ইংল্যান্ডের সারের গিলফোডের গসহিল হোটেলের গার্ডেন স্যুটে লন্ডন অ্যান্ড সাউথ ইস্ট ইংল্যান্ডের প্রেস্টিজ অ্যাওয়ার্ড কমিটির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্পাদক মোঃ মশাহিদ আলীসহ বাংলা সংলাপ পরিবারের সদস্যদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন এ্যাওয়ার্ড কমিটির অর্গানাইজার মিস্টার ডেন জনসন।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের স্বাগত জানান অ্যাওয়ার্ড কমিটির অর্গানাইজার
মিস্টার এনড্রো বোস, মিস এস্টাড রবিনসন, মিস ক্যাথরিন জনস।

যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলা সংলাপ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ডক্টর আনিসুর রহমান আনিস, বাংলা সংলাপের সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান ও বাংলা সংলাপ রিডার্স ফোরাম ইন দ্য ইউকের প্রেসিডেন্ট সুফি সুহেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার মাধ্যমে যুক্তরাজ্যের মেইন্সট্রিমে বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ অবদানের স্বৃকীতি স্বরুপ বেস্ট বাইলেঙ্গুয়েল নিউজ পেপার অব দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হয় বাংলা সংলাপ । এর আগে ২০২২ সালে করোনাকালীন বিভিন্ন জনসচেতনতামূলক সংবাদ প্রকাশের মাধ্যমে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বাংলা সংলাপ বেস্ট বাইলেঙ্গুয়েল নিউজ পেপার অব দ্য ইয়ার হিসেবে প্রেস্টিজ অ্যাওয়ার্ড সম্মাননা পায় ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...