সব
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। খবর দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা’র।
এই নিয়োগের মধ্য দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল খাদামি আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন। কাজেমি ১৫ জুন ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ওই হামলা শুরু হয়েছিল ১৩ জুন, যা ইরান-ইসরায়েল চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।
আইআরজিসির বর্তমান প্রধান মেজর জেনারেল পাকপৌরও দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার প্রথম দিনই নিহত হন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাকপৌরকে শীর্ষ পদে নিয়োগ দেন।
পর্যবেক্ষকরা বলছেন, হামলার শুরু থেকেই ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোকে ভেঙে দিতে উচ্চপদস্থ কমান্ডারদের টার্গেট করে আসছিল। ১৩ থেকে ১৫ জুনের মধ্যে দেশটির একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা প্রাণ হারান।
তবে তেহরান দ্রুত পদক্ষেপ নিয়েছে। নিহত কমান্ডারদের শূন্যপদে স্বল্প সময়েই নতুন নিয়োগ দিয়ে আইআরজিসি’র কাঠামো পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রেখেছে ইরান।
প্রয়োজনে এর নিচে সামারি, কিওয়ার্ড, ট্যাগ দিয়ে দিতে পারি। জানালে সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড
Developed by:
Helpline : +88 01712 88 65 03