দুদকের পক্ষে মামলা লড়বেন আইনজীবী শাহদীন মালিক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এখন থেকে অস্থায়ী ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে মামলা লড়বেন। বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহদীন মালিককে ‘কেইস টু কেইস ভিত্তিতে’ মাসিক সম্মানিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্বে থাকাকালে তিনি দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা বা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।

প্রতি বছর জানুয়ারি মাসে তার কাজের মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নিয়োগ বহাল রাখা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি কমিশনের অনুসন্ধান/তদন্ত কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে বাধ্য থাকবেন।

নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনো কারণ দেখানো ছাড়া কমিশন যে কোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। দুদক নিয়মিতভাবে প্যানেল আইনজীবী ও পিপি নিয়োগ দেয়। কমিশনের ওয়েবসাইটে ১১ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জেলা পিপি নিয়োগের জন্য ন্যূনতম ১০ বছরের মামলা পরিচালনার অভিজ্ঞতা এবং ১০টি মামলা নিষ্পত্তির শর্ত দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য হাই কোর্ট বিভাগে একই শর্ত প্রযোজ্য। তবে অবসরপ্রাপ্ত বিচারকদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল। রাজনৈতিক দলের পদে থাকা, সাজাপ্রাপ্ত হওয়া বা ঋণ খেলাপি হলে তারা অযোগ্য বিবেচিত হবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh