জুলাই জাদুঘরের জন্য শহীদদের স্মারক সংগ্রহ শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ জুন ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য আনুষ্ঠানিকভাবে স্মারক সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩১ মে) কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছ থেকে স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজেই পেকুয়ায় উপস্থিত থেকে স্মারক সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি শহীদ ওয়াসিমের মা-বাবার সঙ্গে একান্তে সময় কাটান এবং শহীদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন গ্রহণ করেন। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাতে অংশ নেন তিনি।

জুলাই জাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম ও মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজ্যুয়াল টিম শহীদ ওয়াসিমের বাড়িতে ডকুমেন্টেশন কাজ চালায়। শহীদের শূন্যতা ও পরিবারের বেদনাকে জনমানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে এই দলটি।

এই উদ্যোগের মাধ্যমে ‘স্মারক ও শূন্যতা সংরক্ষণ কার্যক্রম’-এর আনুষ্ঠানিক সূচনা হলো। আগামীকাল উপদেষ্টা ফারুকী শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছ থেকেও স্মারক সংগ্রহ করবেন বলে জানা গেছে।

জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম সারা দেশ থেকে স্মারক সংগ্রহ করবে। ছবি, ভিডিও, চিঠিপত্রসহ আন্দোলনের নানা উপকরণ জাদুঘরে জমা দেওয়ার জন্য একটি গণবিজ্ঞাপন খুব শিগগিরই সম্প্রচার করা হবে।

এ ছাড়া একই দিনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh