ত্রয়োদশ নির্বাচন : ভোটকক্ষে সরাসরি সম্প্রচার বন্ধ, তোলা যাবে না ছবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষে সরাসরি সম্প্রচার করা যাবে না এবং তোলা যাবে না গোপন কক্ষের ছবি। ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।

বুধবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এই নীতিমালা জারি করা হয়।

এতে বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে।

বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। গোপন কক্ষের ছবি তোলায় বারণ, একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না, ১০ মিনিটের বেশি থাকতে পারবে না। ভোটকক্ষে সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার করা যাবে না। নিরাপদ দূরত্ব বজায় রেখে ভোটকেন্দ্রের সরাসরি সম্প্রচার করা যাবে।

এছাড়া ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। পাশাপাশি ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh