গোয়াইনঘাটে রোকেয়া দিবস পালন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ৮:০৭ অপরাহ্ণ

গোয়াইনঘাট প্রতিনিধি :

গোয়াইনঘাটে শিক্ষায় নারীরা এগিয়ে আসতে হবে। নারীরা আজ সমাজের সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। গোয়াইনঘাটে নারীরা অন্য এলাকার চেয়ে পিছিয়ে থাকলে চলবে না। সরকার নারীর উন্নয়নে নানামুখী কাজ ও সুযোগ সুবিধা প্রদান করেছে।
গোয়াইনঘাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ এ কথা বলেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাহমিলুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। সভায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুস্তমপুর ইউপির বগাইয়া গ্রামের বজ্রচান সিংয়ের স্ত্রী পদ্মাদেবী সিংহ ও শিক্ষা, চাকুরী ক্ষেত্রে পূর্ব জাফলং ইউপির মমিনপুর গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে হাজেরা আক্তার দোলাকে জয়িতা নারীর সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...