স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ নাগরিকদের মতামত নিতে শিগগিরই একটি ওয়েবসাইটের মাধ্যমে জরিপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-র সঙ্গে আলোচনার সূচনায় এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, “আমরা আশা করছি রাজনৈতিক দলের বাইরেও সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মোচন করতে ওয়েবসাইটের মাধ্যমে শিগগিরই একটি জরিপ চালু করব।” তিনি জানান, সবাইকে সম্পৃক্ত করে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলাই কমিশনের মূল লক্ষ্য।

গত ১৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ একত্র করে সেগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির কাজ করছে এই কমিশন।

কমিশনের পক্ষ থেকে ১৩ মার্চের মধ্যে মতামত দিতে ৩৮টি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছিল। এর মধ্যে ২৯টি দল মতামত জমা দিলেও ৯টি দল এখনো মতামত দেয়নি।

আলী রীয়াজ বলেন, “ঈদের আগে চারটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, আজ থেকে আবার সংলাপ শুরু হলো। আশা করছি মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হবে।” এরপর দ্বিতীয় ধাপে যেসব বিষয়ে মতভেদ রয়েছে, তা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

এদিনের আলোচনায় অংশ নেয় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। আলোচনার শুরুতে মঞ্জু জানান, সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টিতে একমত, ৩২টিতে দ্বিমত এবং ২৬টিতে আংশিক একমত পোষণ করেছে তাদের দল।

তিনি বলেন, “জাতীয় সংকট নিরসনে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি পর্দার অন্তরালেও আলোচনা প্রয়োজন। আমরা নমনীয় অবস্থানে আছি, যৌক্তিকতার আলোকে মতামত পরিবর্তন করতেও প্রস্তুত।”

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এই কঠিন কাজ সফল করতে হলে আপনাদের আরও তৎপর হতে হবে। তবে আমরা আশাবাদী, কমিশন সফল হবে এবং বাংলাদেশ সঠিক দিক নির্দেশনায় এগিয়ে যাবে।”

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

এর আগে, গত ১৮ মার্চ প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র সঙ্গে আলোচনা করে কমিশন। এবি পার্টির সঙ্গে বৈঠক ছিল দ্বিতীয় দফা সংলাপের অংশ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...