সব
স্বদেশ বিদেশ ডট কম

ডিআইজি ও পুলিশ সুপারসহ পলাতক সাত পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মস্থল থেকে পলায়নের কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকা সাত কর্মকর্তার অনুকূলে প্রদত্ত পদক প্রত্যাহার করা হলো। এর ফলে তাদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ হবে এবং এর আগে প্রাপ্ত যাবতীয় অর্থ ফেরত দিতে হবে।
পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে নৌপুলিশে সংযুক্ত), পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (রংপুর রেঞ্জ), মো. নাজমুল ইসলাম (বরিশাল রেঞ্জ), মো. হাফিজ আল-ফারুক (সারদা পুলিশ), অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস (ডিএমপি), র্যাব-১৪ ময়মনসিংহের এক অতিরিক্ত পুলিশ সুপার এবং এপিবিএন-১৩-এর পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।
২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় তারা এই পদক পেয়েছিলেন।