পাকিস্তানে আদালতে হামলা, অগ্নিসংযোগ ও বিচারক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তানের খারান এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এক আদালতে বেপারোয়া হামলা চালানোর পর বিচারককে অপহরণ করে নিয়ে গেছে এবং আদালত ভবনে অগ্নিসংযোগ করেছে।

দেশটির সংবাদমাধ্যম ডন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে খারান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাসকান কালাত এলাকায় ওই আদালত ভবনে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। বিচারক তখন মামলার শুনানি পরিচালনা করছিলেন।

হামলাকারীরা বিচারক মুহাম্মদ জানসহ আদালতের কর্মীদের জিম্মি করে, আদালতের নথি নষ্ট করে এবং দপ্তরের আসবাবপত্রসহ সেখানে থাকা সবকিছু ভাঙচুর করে।

বেলুচিস্তানের রাখশান অঞ্চল পুলিশের উপ-মহাপরিচালক (ডিআইজি) আবদুল হাই আমির বালুচ ডনকে বলেন, “সশস্ত্র সন্ত্রাসীরা আদালতে প্রবেশ করে সহিংস হামলা চালায় এবং কোর্টরুমসহ ভবনের অন্যান্য অংশে আগুন ধরিয়ে দেয়।”

আগুনে আদালত ভবনটি পুড়ে যায় আর গুরুত্বপূর্ণ নথিপত্রও ধ্বংস হয়। পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা বিচারককে বন্দুকের মুখে অপহরণ করে নিয়ে যায়।

“হামলাকারীরা বিচারকের সরকারি গাড়িসহ দুটি গাড়ি নিয়ে পালিয়েছে। অপর গাড়িটি একজন আইনজীবীর,” জানান ডিআইজি বালুচ।

ঘটনার খবর পেয়ে সেনা ও নিরাপত্তা বাহিনী, বিশেষ করে ফ্রন্টিয়ার কোরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের সন্ধানে ও অপহৃত বিচারককে উদ্ধারের লক্ষ্যে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে ডন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh