মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।

ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তি আব্দুল করিম মিলিটারি (৬৮), তিনি মশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা। মামলার বরাতে তিনি বলেন, “আব্দুল করিম এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে ওই মুক্তিযোদ্ধাকে আটক করে। পরে তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।”

ওসি আরও বলেন, “জুতার মালা পরানোর বিষয়টি আমি নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।” তিনি জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করার বিষয়টি মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয়। কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার শাস্তি হবে। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন না করলে সমাজে অবিচার অনাচার রোধ করা যাবে না।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh