সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশ ব্যাংকে প্রকৃত নিয়োগপ্রাপ্ত না হয়েও দীর্ঘ ১২ বছর চাকরি করেছেন এক ব্যক্তি। তদন্তে তার প্রতারণা ফাঁস হলে সম্প্রতি তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান মিয়াকেও বরখাস্ত করা হয়েছে।
ভুয়া পরিচয়ে চাকরির এ কেলেঙ্কারির মূল হোতা মো. শাহজাহান মিয়া—বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক। তিনি নিজের ভাতিজা মো. আব্দুল ওয়ারেস আনসারীর নাম ও পরিচয় ব্যবহার করে তার জায়গায় অন্য এক ব্যক্তিকে নিয়োগ দেন এবং তাকে ব্যাংকে চাকরি করতে সহায়তা করেন। ওই ব্যক্তি ২০১৩ সালের ২২ জুলাই সহকারী পরিচালক (সাধারণ) পদে যোগ দেন এবং পরে পদোন্নতি পেয়ে যুগ্ম পরিচালক পর্যন্ত উঠে যান।
প্রকৃত আব্দুল ওয়ারেস আনসারী বর্তমানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। তিনি জানান, ২০১৩ সালে তিনি ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে একযোগে নির্বাচিত হন। তবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ না দিয়ে প্রশাসন ক্যাডার বেছে নেন। তিনি বলেন, “আমি জানতাম না, আমার নাম-পরিচয়ে কেউ বাংলাদেশ ব্যাংকে এতদিন চাকরি করছেন।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “ভুয়া পরিচয়ে চাকরির বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে।”
প্রতারণার মাধ্যমে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে পৌঁছে যাওয়া এই ঘটনা ইতিমধ্যেই প্রশাসন এবং ব্যাংক খাতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।