সব
স্বদেশ বিদেশ ডট কম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২২ জুন জাতীয় সংসদে পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, ঈদুল আজহার ছুটিতে দেশ কিছুদিন বন্ধ থাকলেও এতে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বাজেটের ওপর আসা মন্তব্য ও প্রতিক্রিয়াগুলো ঈদের পর বিশ্লেষণ করে দেখা হবে।
এর আগে, গত ২ জুন জাতির উদ্দেশে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা।